নিচ্ছিদ্র নিকষ কালো অন্ধকার
যেন বাস্তবতার অন্য আরেক রুপ,
আপোষহীন প্রেমের মিথ্যে হাহাকার
যেন হৃদয়ে জ্বলন্ত আগ্নেয়গিরির স্বরুপ।


আঁধারের ভালোবাসায় নেই কোন অহংকার
শূন্যতার মাঝে নেই কিছু হারানোর ভয়,
অসত্য আলো কেবল ধোঁকা দেয় বারবার
পার্থিব সফলতা শুধুই যেন ছবি হয়ে রয়।

অন্ধকারে লুকিয়ে থাকাই যেন প্রকাশ্যের মূর্ত প্রমান
আলেয়ার মিথ্যে ঝলকানি, সত্যিই প্রতারনার সমান।


দীপ্ত দিবসে চারিদিকে জীবনের কত বর্ণীল আয়োজন
অপূর্ণতার ছোবলে দংশিত আমি এক সর্বহারা,
আঁধারের অন্তরালে নেই কোন পূর্ণতার প্রয়োজন
তিমির জগতের অধিবাসী....স্বভাবতই ছন্নছাড়া।


এই অন্ধকার যেন আমার অস্তিত্বের অলঙ্কার
ফিরে যেতে চাই না মিথ্যে আলোর ভুবনে,
না পাওয়ার যন্ত্রণাই যেন সততার উপহার
নেই কোন আক্ষেপ এই নশ্বর ক্ষুদ্র জীবনে।