যখন ঘন অন্ধকার নেমে আসে,
সম্মুখ জগতকে মনে হয়.........
যেন এক আজন্ম আঁধারের পিণ্ড।
আমার নয়ন বেয়ে ঝোরে পরা অশ্রু
যেন ঘৃণা আর ব্যার্থতার গলিত রুপ।
হায়......আমার অযাচিত, অশান্ত অস্তিত্ব
একটু শান্তির খোঁজে ছুটতে গিয়ে,
মুখ থুবড়ে পরা এক ভ্রষ্ট হৃদয়।
জীবনের আলো-আঁধারির গোলকধাঁধায়
একাকার হয়ে গেছে.........
সত্য-অসত্য আর ন্যায়-অন্যায়ের ব্যাবধান।
একে একে ভুলে গেছে সবাই
এই পৃথিবীর বুকে রেখে যাওয়া
আমার অদৃশ্যমান অসামান্য অবদান।
সুবিশাল সমুদ্রের বুকে, আমার অশ্রুজল
কি-ই বা অবদান রাখতে পারে...?
ঠিক যেমন কি বা এসে যায়
অনন্ত মহাকাশ হতে......
একটি তুচ্ছ নক্ষত্র হারিয়ে গেলে।
হারিয়ে যাব একদিন.........
সবাইকে হারাতে হয় বলে,
বিষণ্ণ, বিবাগী মনের বিদায়ী সুরে
হয়ত শেষবারের মত তোমাদের হৃদয়ে
পৌঁছে যাবে আমার অন্তিম বার্তা,
কিংবা হয়ত অসম্পূর্ণ ই থেকে যাবে
না বলা অজস্র অভিমানের কত কথা।