কোন গল্পের শিরোনাম হতে চাইনি
কিংবা কোন বইয়ের রঙিন মলাট,
তবুও নিষ্ঠুর জীবন কিছুই দেয়নি
একটু একটু কষ্ট হৃদয়ে জমাট।
ওহে মোর অবচেতন অসময়ের সাথী
বেজে উঠেছে অন্তিম বিনাশের ঝঙ্কার,
তোমার অচেনা পথের ঠিকানায়
ভালোবাসা অসম্মানিত হয়েছে বারবার।
কি ছিল ঐ মায়াবী অবয়বের আড়ালে
কেন বিমুগ্ধ ছিলাম আমি বিচিত্র মায়াজালে?
নিষিদ্ধ পদচিহ্ন এঁকেছিলাম মন্ত্রের তালে তালে।
পথ হারিয়ে ভুল পথে হেঁটেছিলাম আমি
পরোয়া করিনি কোন পঙ্কিলতাকে,
সর্বনাশের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিলে তুমি
যেন স্বর্গের অপ্সরী ধরা দিলো ধরণীকে।
কে তুমি বল ওহে সর্বনাশী ছায়া সাথী
কেবলই আমার দুর্বল মনের অসঙ্গতি
যাকে লালন করে আমারই অনিয়ন্ত্রিত নিয়তি।
দুর্ভাগ্যের কষাঘাতে বরাবরই আমি জর্জরিত
কলুষিত হৃদয় চিৎকার করে বলে প্রতিনিয়ত,
পবিত্রতা আজও হারায়নি আছে গভীরে লুক্কায়িত।
যতই দীর্ঘ হোক না কেন এ যাতনাময় রজনী
জানি নির্ধারিত আছে স্নিগ্ধ ভোরের আগমনী।