পৃথিবীর পথে প্রান্তরে প্রতিটি পরিবেশে
বেজে চলেছে বিচ্ছেদের সুর নির্বিশেষে,
মুখ ফিরিয়ে নিয়েছে জীবনের নিপুণ ছন্দ
ভালোবাসার সাথে তাই বিরহের চিরদ্বন্দ্ব।

কি ছিল সেই মায়াময় মহাকাব্যে......?
কোন বিষণ্ণতা ছিল না গল্পের শিরোনামে,
তবুও কেন পরিণত হলো কান্নার কবিতায়?
অদৃশ্য অশ্রুজলে জীবনের দু-কুল ভেসে যায়।

একটি অনবদ্য রচনা কি হতে পারতো না ?
শব্দে শব্দে লুকানো থাকতো সুখের মুক্তকণা,
হতেও পারতো পুরোটাই এক অনন্য কাব্যগাঁথা
অলীক আনন্দের আড়ালে লুকানো যত ব্যথা।

জীবনের গল্পগুলো বুঝি এভাবেই রচিত হয়...  
ভালোবাসার চাদরে জড়ানো এক বিষাদের গল্প
তবুও যেন অজানা আশা থেকে যায় অল্প অল্প,
যদি শেষটা হত কল্পনার মত স্বপ্নময় ।

এ যেন এক মহাকাব্যিক সমাপ্তির উপাখ্যান
যদিও নির্মম নিয়তি সব করেছে প্রত্যাখ্যান ।