বর্ষায় ভেজা বনভুমির কান্না শুনতে কি পাও
বুঝতে কি পারো পাহাড়ের অশ্রুকে ?
ঝর্না হয়ে ঝড়ে পরে তা আমারই চোখের কিনারে।
শতবর্ষী বটবৃক্ষের আর্তনাদ কেউ শোনেনি
তবুও শীতল ছায়ায় করেছে ঋণী তোমাদের,
কতই না স্বার্থপর আমরা, কতটা চাহিদা আমাদের।
এই স্বার্থপরতার ভীরে আমিও বিলীন হলাম
কেবলই তোমার সীমাহীন ছলনার আধার,
নিকষ কালো রাত্রি যাপন আমার
হাতছানি দেয় স্নিগ্ধ ভোরের আগমনি বারবার।
এই শহরের চির অচেনা বাসিন্দা আমি
তাই কখনও আপন হলেনা তুমি,
এই অচিন নগরীকে বিদায় বলার এসেছে সময়
ছেড়ে যাবো আমি ভেঙ্গে দিয়ে সকল বলয়।
ভালো থেকো তুমি বুকে নিয়ে স্বার্থপরতার অহংকার
ভুলে যাবো আমি তোমার মনগড়া সব আবদার,
নিষ্ঠুর এই পৃথিবীটা তাই তোমারই থাক
মুছে দিলাম আমি সব কলঙ্কের কালিমার দাগ।