হাটতে হাটতে চলতে চলতে থুবড়ে পড়া অবুঝ মন
হারিয়েছে সকল উষ্ণ সান্ত্বনার মর্মবানী,
উপেক্ষিত হলো কষ্টার্জিত সীমাহীন মমতার বিসর্জন
নেই কোন সহৃদয় মুছে দিয়ে ব্যার্থতার গ্লানি।


আঁধারের কোলে ক্ষীণ আলোর অস্থায়ী ঝলকানি
মনে করিয়ে দেয় ক্ষণিকের প্রজ্বল্লিত জোনাকিদের,
আষাঢ়ের বর্ষণের মাঝে বজ্রপাতের কঠোর প্রতিধ্বনি
ভুলে যেতে বাধা দেয় বিষাদময় বেদনার স্মৃতিদের,


কেন আলেয়ার অভিনব অভিনয়ের অব্যর্থ মায়াজালে
ফেঁসে গেলো নিষ্পাপ হৃদয়ের আবেগী সত্ত্বা?
কোন অপরাধের অপরিসীম পরিনামের ফলাফলে
চির শান্ত শানিত মন আজ এক অস্থির আত্মা?



আমার কৃতকর্মের কালো অধ্যায়ের করুন বিবরণ,
যেন এক পবিত্র অবয়বে পাপের পঙ্কিল শিহরন।

খুঁজে চলেছি আমি প্রায়শ্চিত্তের ঠিকানা নিরন্তর
পুন্যময় জলে অবগাহনের নেশায় মরিয়া এ অন্তর।




জানিনা কেন আমার বিরহী কাব্যের প্রতিটি  পাতায়
কেবলই শুধু আক্ষেপের রাজত্ব করছে শাসন?
তবুও অন্তিম ক্ষমার ঐশী বানী পুনরায় বাঁচতে শেখায়
হয়ত এভাবেই খুঁজে পাব বহু প্রতীক্ষিত মুক্তির শমন।