শহুরে কোলাহলের মাঝে
এক টুকরো শান্ত বনভূমি,
ঠিক যেন আঁধারে আচ্ছাদিত
আমার অন্ধকার জগতের মাঝে
এক ফালি শরতের রোদেলা সকাল।
বিরহী ঝিঁঝিঁ পোকার ডাকে আহত আমি
যেন সম্মিলিত ভাবে কোন অভিযোগ।
নিভু নিভু করছে শেষ বিকেলের আলো
এক বিষাদময় পরিবেশে স্তব্ধ চারিদিক।
মুখোমুখি বসে আছি তুমি-আমি
নয়তো প্রথমবার...হয়তো বা শেষবার।
সময় হয়েছে এখন তোমাকে দেবার
আমার পক্ষ হতে একান্ত উপহার,
এক বর্ণহীন নোনা স্বাদের উপহার
যেন ভালোবাসায় ঘৃণায় একাকার।
তোমার চোখ বেয়ে আসা জলধারা
আমায় করেছে ঋণী......ভালবাসায় ঋণী,
বুঝতে পারিনি আমি
দেখতে পাইনি আমি
তোমার গভীর প্রেমের অস্পষ্ট ছায়া,
শুধু বুঝতে পেরেছিলাম, স্পষ্ট দেখেছিলাম
ঐ বিবর্ণ অশ্রু ধারার করুন প্রতিচ্ছবি।
তোমার দু নয়নে বয়ে যাওয়া বর্ষণ
আমার একান্ত উপহারের মুল দর্শন,
হয়ত তুমি বুঝতেও পারবে না
এমনই উপহার তোমাকে দিলাম আমি।
কতটা দুর্ভাগা তুমি......কতটা ভাগ্যহীন
ভালবেসেছিলে এক সুপ্ত আগ্নেয়গিরি কে
অস্থির হৃদয়ে পুড়তে থাকা যন্ত্রণা সীমাহীন।
ভালোবাসার এমন উপহার তাই তোমারই প্রাপ্য
রচিত হবে আজ এক অনন্য বিচ্ছেদের কাব্য ।