আজন্ম বিবাগী আমি, ফেরার নিরন্তরী
নেই কোন মোর হারানোর ভয়,
বৃথা গেলো পঙ্কিল প্রেমবাঁশরী।
আমার চলাচলে ক্ষান্ত প্রখর দিনমনি
উষ্ণতায় ধ্বংস হলো হিমশীতল হাতছানি।
এই নিষ্ঠুর বসুধার বলয়কে করিনি পরোয়া
অবজ্ঞা করেছি স্বপ্নচারিণীর রঙ্গময় আলেয়া।
মরুভুমির মরীচিকায় থমকে থাকেনি মনময়ূরী
ধুলিঝড়ের প্রতিটি কনা, আমায় করেছে অশরীরী।
নিশাচর আমি তাই সঙ্গী রাত্রির আঁধার
যদিও প্রভাত আলো ডেকে যায় বারেবার।
চির সবুজের সন্ধানে আগুয়ান আমি
আমৃত্যু ছোটাছুটি গন্তব্যের পানে,
চির মায়াহীন পিছুটানের সাক্ষী আমি
ফিরবো না কোন ভ্রান্ত সুখের প্রলোভনে।