কিছু ছবি আঁকা হয় মুছে ফেলার তরে
কিছু সপ্ন হারিয়ে যায় দুঃস্বপ্নের ভিড়ে।

কিছু গল্প লেখা হয় অসমাপ্ত থাকবে বলে
কিছু আশার সমাপ্তি হয় বিবর্ণ অশ্রুজলে।

কিছু সৃতি জমা থাকে অনন্তকাল ধরে
তবু তাকে ভুলে যেতে হয় নির্মম অনাদরে।

কিছু নদীর জন্ম হয় শুকিয়ে যাবে বলে
কিছু হৃদয় পুড়তে থাকে আজন্ম তিলে তিলে।

কিছু স্রোতে ভেসে যায় মন পবনের ভেলা
কিছু ঢেউয়ের আঘাতে সাঙ্গ হয় ভবের খেলা।

কিছু পাখি নীড় ছাড়ে, ফিরে আসবে বলে
কিছু প্রাণের বিনাশ হয়...দুর্ভাগ্যের কবলে।

কিছু মানুষ ভালোবাসে নিতান্তই বাসতে হয় বলে
কিছু আবেগ ভস্মীভূত হয় বিরহের তীব্র অনলে।

কিছু মানুষ টিকে থাকে বেঁচে থাকতে হয় বলে
তবুও হার মেনে নিতে হয়.....................
নিয়তির অন্তিম বিষাক্ত ছোবলে।