অধরা চাঁদের উথালপাতাল জোছনায়
ভেসে গেলো কত বিবর্ণ বেদনার চুপকথা,


অব্যাক্ত ব্যাথার অশনী পরোয়ানায়
মুছে গেলো এই বর্ণাঢ্য জীবনের কাব্যগাঁথা।


আমার এলোমেলো পদচিহ্নে স্পষ্ট অস্থিরতা
বিক্ষিপ্ত মন হারিয়েছে মৌন সুখের বারতা।


গগনের ঐ অশান্ত মেঘমালার ছোটাছুটি
উদাস করে দেয় আমার আবেগী মনকে।


জানি একটু পরেই নামবে বিষণ্ণতার বৃষ্টি
শান্ত করে দেবে বিরহে বিদগ্ধ প্রকৃতিকে।


শুভ্র সতেজ কাশফুলের সফেদ ছোঁয়ায়
পঙ্কিল বনভূমি ফিরে পাবে পরম পবিত্রতা,


এক বুক বেদনার অবিরাম রক্তক্ষরতায়
অবশেষে মেনে নিলাম সকল অপারগতা।


হে প্রলয়ঙ্কারী ঝড়ের সৃষ্টিকর্তা
প্রভাবিত করে দাও এই অবুঝ মনকে,


নির্বিঘ্নে জয় করতে চাই এই সীমাহীনতা
পৌছে যেতে চাই পরম সৌভাগ্যের আসনে।