অন্ধকারের কোল থেকে উঠে আসা
আমার বিনিদ্র রাত্রির কিছু মুহূর্ত
তোমাকেই উপহার দিলাম নিঃস্বার্থ ভাবে।
যদিও কোনদিন বুঝতে পারবে না
কোনদিন গ্রথন করতে পারবে না
এমন কলঙ্কময় উপহারের অবদান।
কত ঝলমলে মুহূর্তের সমষ্টি...
যেন চিরাচরিত ভাবে লেখা ছিল
আমার এই রঙিন জীবনের জন্য।
সেই জীবন যেখানে তুমি ছিলে অজানা
সেখানে কালো আঁধার ছিল আমার অপেক্ষায়,
বেঁধে দেয়া সময় শেষে সব আলোর যবনিকায়।
কতটা সময় পেরিয়ে গেছে জানিনা
কতগুলো ফুল ঝরে গেছে বলতে পারব না
বিরহী সমুদ্রতটে কতগুলো ঢেউ আঁচড়ে পড়েছে
হয়তো তার হিসাব কেউ রাখেনি............।
তবে কেন কেউ আমার খোঁজ রাখবে
কেন কেউ আমাকে জড়িয়ে নেবে......
নিজ গল্পের সুখময় অধ্যায়ের সাথে ?
জানি অন্ধকারের ভালোবাসা একান্ত আমার
আঁধারের কোলেই হবে চির শান্তির ঘুম।
আমাকে আর জাগিও না কেউ......,
অন্ধকারের বুক খুঁড়ে কেন জাগাতে চাও
কেন ছলনাময় আলোর পৃথিবী দেখাতে চাও?
অশান্ত আলোর মুখ দেখবো না বলেই
আঁধারের কোলে আশ্রয় নিয়েছি আমি,
হয়তো কোনদিন জাগবো না জেনে
হয়তো কোনদিন ফেরা হবে না আর।