কোন অজানা অস্পষ্ট অচেনা সুরের মূর্ছনা
অমোঘ দোলা দিয়ে যায় অশরীরীর অবয়বে?

কেন অভিলাষী অস্থির মনের অনন্ত যাতনা
অসময়ের অতিথি হয়ে কেঁদে যায় নীরবে?

কেন অকারনেই রচিত হলো অবসাদের বিষাদ কাব্য?
অসুখের মোড়কে জড়ানো যেন এক অভিশপ্ত ভাগ্য।


অস্থির অশান্ত অবিবেচক মন আজ নির্বাসনে
অন্তিম বেদনার অভিমানী সুর অজান্তে হারায়,

অপলক নয়নে চেয়ে থাকি আমি অসীমের পানে
অনেক অতৃপ্ততার হবে অবসান এই আশায়।

আমি তো নই কোন অমার্জিত হৃদয়
বর্ষার অমিয়ধারয় ভেজা এক স্নিগ্ধতার নাম,

তবু কেন অযাচিত অকথ্য যন্ত্রণার বলয়
ঘিরে থাকে আমৃত্যু, রটিয়ে মিথ্যে বদনাম?

আমার অপ্রাপ্যতার গল্পের অচিন ভাষা
চুরমার করে দেয় সব সুখের কাব্যকে

অগোচরে তবু লুকিয়ে থাকা অদম্য আশা
নতুন করে বাঁচতে শেখায় ভঙ্গুর ভাগ্যকে।