পৃথিবীর সম্পর্কগুলো বহু পুরনো
যেন ধুলো জমে থাকা অপঠিত বই,
অযৌক্তিক ভালো লাগার বশবর্তী সবাই  
সযত্নে তুলে রাখি নিস্প্রয়োজনীয়তা যতই।

অদম্য অসহনীয় অতিমানবীয় তবুও অপ্রয়োজনীয়
কোন এক নিয়ন্ত্রণহীন আবেগের বেড়াজালে বন্দী,
আবহমান এই পরাজয়ের গল্প যেন অবিস্মরণীয়
তবুও প্রাপ্তিহীনতার সাথে আমাদের চিরসন্ধি।

ব্রহ্মাণ্ডের আদি লগ্নে বুঝি হয়েছিলো সূচনা
এমন অপার মমতার অদৃশ্যমান বন্ধন,
বিষণ্ণতা জেনেও অগ্রাহ্য করেছি তিক্ত যাতনা
রাতের নীরবতায় ভেসে গেছে হৃদয়ের ক্রন্দন।

কি বিস্ময়কর...স্রষ্টার এই নিখুঁত পরিকল্পনা
নিজ হাতে এঁকে দিলেন বিচিত্র সম্পর্কের আল্পনা
ব্যাখ্যাহীন মায়ারটানে ছুটে চলার চির বাসনা
এভাবে টিকে থাকাই যেন প্রতিটি হৃদয়ের কামনা।

বেঁচে আছি আজ জানি একদিন আর থাকবো না
রেখে যাওয়া মায়াজালে বন্দী ছিল যারা
কত যৌক্তিক নিয়মে ভুলে যাবে তারা
অতৃপ্ত আত্মার গন্তব্য জন্মান্তরের  শেষ ঠিকানা।