মধ্য দুপুরের মাতাল টলমলে দিঘীর জলে
ভেসে যায় মোর মনপবনের ভেলা,
স্নিগ্ধ রাতের কোমল চাঁদোয়ার কোলে
ভেস্তে গেলো সব আশা নিরাশার খেলা।
সবুজ সকালের অবারিত শর্ষের মাঠে
চির অপেক্ষমান তরী, জীবন খেয়া ঘাটে।
বিষণ্ণ অপরাহ্ণে কোন কিন্নর সুরের ডাকে
বিদগ্ধ মনের আর্তনাদ, হৃদয়ের বাঁকে বাঁকে।
হাজার বছরের অভিমানী খেয়ালী ককিলের গানে
নেচে ওঠা মনময়ূরীর নিপুণ ধ্বনি বাজে কানে।
অস্তমিত দিনমণির রক্তিম গোধুলির অন্তিম লগনে
সন্ধ্যা পাখির বিদায়ী সুর, গেঁথে থাকে পরম যতনে।
জোনাকির জ্বলজ্বলে রূপে মুগ্ধ দীর্ঘ রজনী
আমারই ভুলের চিরসাক্ষী হয়ে রবে জানি।
প্রভাতের প্রথম পবিত্র আলোর প্রভাবে
মুছে যাবে সব কলঙ্ক,পরিবর্তিত স্বভাবে।