বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড উপকূল
যদিও সেথায় ছিলোনা সাজানো সংসার,
এলোমেলো হাওয়ায় উড়ুউড়ু প্রেমিকার চুল
একান্ত আপন ভেবে করেছি ভুল বারেবার।


ঐ দূর দিগন্তে দিনমণির রক্তিম আভা
মনে করিয়ে দেয় বিমর্ষ বিদায়ের বানী,
ঝলমলে রোদে হাসবে দিবস মিছেমিছি ভাবা
আঁধারে আচ্ছাদিত আমার দীর্ঘ তিমির রজনী।


অবারিত শস্য প্রান্তরে সবুজ ধানের দোলা
কৃষকের ঘর্মাক্ত পরিশ্রান্ত অর্জনের সাক্ষ্য,
অযাচিত বেদনার কত কষ্টের কথা বলা
সাক্ষ্যহীন অনুভুতিগুলো তাই চির অগ্রাহ্য।


দিন বয়ে যায় মৃয়মান মুহূর্তের মিছিলে
দিনপঞ্জিকা পরিবর্তিত হয় পাতায় পাতায়,
হৃদয়ের রক্তস্রোত মিশে যায় নীরবতার অতলে
অবশিষ্ট অশ্রুজল ঝোড়ে পড়ে মৌন ঝর্নাধারায়।


এভাবেই একদিন নির্বাসিত হব চির আপন নিবাসে
কেটে যাবে অনন্তকাল...সঙ্গীহীন নির্মম বসবাসে।