অসংখ্য শঙ্খচিলের ভিড়ে
মিশে গিয়েছিলাম অভিমান ভুলে,
তবুও আমার অরণ্যের শেষ দিনটা
রক্তিম আভার মতই মিশেছে অস্তাচলে।
কোন অনবদ্য কাব্যের রচয়িতা আমি নই
এই জীবনবৃত্তান্তই যেন এক অপঠিত বই।
এই পৃথিবীর পথে হেঁটেছি আমি দীর্ঘকাল
খুঁজে চলেছি নিখাদ প্রেমের উপাখ্যান,
কত আবেগ,ভালোবাসা,ছলনার মায়াজাল
তবুও পেলাম না খুঁজে সত্যি সুখের আবাসন।
এক নিপুণ নিষ্ঠুর খেলার দর্শক আমারা......
হৃদয়কে অনবরত ক্ষত বিক্ষত করার খেলা
ভাঙ্গা হৃদয়কে জোড়া দেওয়ার মিথ্যে খেলা
নির্মল মনকে কলঙ্কিত করার নোংরা খেলা
অবশেষে প্রাপ্য উপহার কেবলই অবহেলা।
জর্জরিত বহু হৃদয়ের করুন কান্নায়
প্রকম্পিত হবে তোমাদের পাপের নগরী,
নিঃশব্দ আহাজারির অনন্ত অভিশাপে
সশব্দে ধ্বংস হবে কৃতকর্মের বারাবারি।