কোন একদিন রিকশায়,
তুমি-আমি দুজনায়...

দু'টো দেহ স্তব্দ প্রাণ,
ভেজা ভেজা গন্ধ শরীর,
মেঘ কালো দর্শন, ঘন বর্ষন...

চুল তার কবেকার অগোছালো সুর,
হৃদ স্পন্দনে জ্বলন্ত প্রদীপ,
লোকালয় থেকে মোরা দুর বহুদুর...

কানের কাছে করে ফিসফিস
বলি, সুখী হতে কি চাই তোর?
আমায় একটু ভালোবাসা দিস...

২০/১০/২০১৪