স্পর্শ!
হুম...
কোমল স্পর্শী হাত!
সাদা মেঘ শীতল ...
জমে যাচ্ছি একদম,
কি কলঙ্ক এটে দিলে?
তবু এত প্রশান্তি!
সুখ সুখ সুখী...

স্পর্শের তলানীতে আমি,
চাঁদ মুখ অপলক চাহনী,
শুভ্র ছায়া অদ্ভুত মায়া...
উন্মাদ!
ঠিক তাই, বাকিটা বাকি !
অন্ধকার!
উন্মাদনায় তুমি আর আমি...

২৯ অক্টোবর ২০১৪