হাত!
শুন্য সে হাত,
তবু স্পর্শের মাদকতা,
বিষাক্ত, বিষাক্ত উন্মাদনা!

সেকি!
রক্তাক্ত কেন চোখ?
লাল লাল নাশকতা!
চুপ চুপ দেখ নিষ্ঠুরতা...

অন্যায়!
কে বলেছে ?
ভবের হাটে ন্যায়ের পাতা!
পাগল! শুন্য খাতা শুন্য খাতা ...

মন!
ওজন কত?
বেচতে হলে দাম কত কি?
এই বাজারে মনের দামে মন টেকেনি...

পাগল!
করবি কি তুই?
মন দিয়ে সব রাঙ্গাবি?
তাল হারাবি তাল হারাবি...

১২/১০/২০১৪