বারবার বলতে চেয়েছি তবু পারিনি,
আকাঙ্খার পারুদটাকে নিভিয়ে দিয়েছি নিজ হাতেই।
বিধাতার অট্টহাসির ইন্দ্রজাল ভাঙ্গার সাহস করিনি এতদিন,
নীরবেই সয়েছি বুকের চাপা ক্রোন্দনের হাহাকার ...
সে যাতনায় আজ জমেছে দগদগে ঘা,
দগ্ধ হয়েছে চারিপাশ বেড়েছে ক্ষতর জ্বালা।
তবে আজ এই অবেলায়-
বুকের জমানো সব হাহাকারদের মুক্তি দেব বলে করেছি পণ,
স্বীয় হস্তে ভাঙ্গন ধরাবো দীর্ঘতম এ নির্বাসনের গায়...
চিৎকার করে বলতে চাই শত প্রতিধ্বনির সাথে -
ভালবাসি, ভালবাসি এবং ভালবাসি শুধুই তোমায় ...
১লা জুন ২০১৪ ইং