আমি বিশ্বাস কে খুজিয়া ফিরি
দেয় না দেখা সে মোরে,
বলে পাগল তুই মরিয়া বুঝবি
বিশ্বাস নাই নিশ্বাসেরও তরে।

কষ্ট আমায় ডাকিয়া কহে,
আয় বুকে আয় ভাই-
তোর জন্যই বসিয়া আছি
একলা একা নায় ।

২৩/০৪/২০১৪