তুমি স্বপ্নচারিনী হয়ে,
প্রতি রাতে আমায় কেন ডাকো।
দিনের আলোতে তুমি,
যোজন যোজন দূরে থাকো।
ভুলে গেছি সব স্মৃতি,
ভুলেছি তোমার অবয়ব সেই কবে।
প্রতি রাতে তোমার,
আনাগোনা এ হৃদয়ে কেন হবে।
আর কতকাল এমন,
স্বৈরাচারের মত উদ্ভট নিয়ম রবে।
ঘুম ভাঙতেই সবকিছু,
মরীচিকার মত কেন হারিয়ে যাবে।
এবার ক্ষমা কর ঈশ্বর,
মুক্তি চাই তোমার কাছে।
নিশিতে অচেতন মনে,
বনলতা যেন কখনো না আসে।