যুদ্ধের সময়,
মাটিতে বীজের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা
লাশের স্তপে খুঁজছি আমার বোনের ভ্রুণ-!
বোনকে না জন্মিয়ে
গর্ভের নিরাপত্তায় রাখতে চেয়েছিল মা!
রক্তের বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে-
আমি তাকে পৃথিবীর নিরাপত্তা দেখাতে চাইলাম।
রক্তের দাগ কেটে পার হয়ে সে চলে গেল-
রক্তের ভাসমান শোকের নদীতে!
উপরে খোদার কাছে তার নিরাপত্তার ব্যবস্থা হলো।
দুঃস্বপ্নকে ডেকে এনে যুদ্ধ শুরু করছি,
দুঃস্বপ্নের ভেতর যুদ্ধ করে স্বপ্ন দেখছি,
যুদ্ধের জন্য আমার কাটা হাত সুর্যের দিকে ইশারা করছে,
শত্রুদের আলোর ভ্রমে আটকে ফেলে,
আঁধারের মতো ঘণ কালো হয়ে
মায়ের চোখে আরামের ঘুম হবো বলে,
যুদ্ধে নেমেছি,
আমি এখন দুঃস্বপ্নকে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখাই,
মানুষ মারা এই দুনিয়ায় মৃত্যুর বুকে ভয় ধরাই!