হরদম হাপিত্যেশে সুখ শুষে নিচ্ছে নিঃশ্বাস
দুঃখী বর্ষা মর্জিমাফিক বৃষ্টির ফোটা গুণে গুণে ফেলছে মাটিতে!
ভাগ্য যেন বড়ই সুলভ মূল্যে কপালের ঘাম কিনে বোঝা চাপাচ্ছে ঘারে!
তাই কপালের ভাঁজে দিন-রাত মুড়িয়ে
অশান্ত থাকে বিবেকের আক্রোশ!
একদিন অনেক অজুহাত একত্র হয়ে
মাটি খুঁড়ে কবর দিলো আমারে!
অভাগা সময় পিছুটেনে ধরে বলে দিলো
এ আমার কপালের দোষ!
পৃথিবী যেন আমার সম্মুখীনে ভুলের দাবিদার হয়ে ঘুরছে
পাওয়ার অনেককিছুই ছিলো যা ভুলে পেয়ে গেছে!
অথচ,যে ভুলকে অপ্রতুল ভেবে
আকাঙ্খার ধূলিপথে বিবেকের এত দ্বন্দ্ব-আহাজারী
কাল সে ভুল বিবেকের দ্বারে মাথা ঠুকাতেই
আঘাত যেন লাগে আমারি!