কার খেয়ালে হারিয়েছো নদী,
বিরহ ঢেউ কোথায় গেলো সেজে?
সোনালি আভায় দেখো নিরবধি-
একটা ফুল ক্যামনে একা ভেজে!
হাঁটতে হাঁটতে ছায়া মাড়িয়ে যাই
স্বপ্ন খননে তোমায় পেলাম 'মাটি'-
স্বপ্নের হাতে যতই হাতড়ে বেড়াই-
আমায় ঢাকে যত্নে পরিপাটি!
চিনে যাওয়া সুরে উদাসী গানে-
হয়েছো যেমন একান্ত-
কথার দল এসে তোমায় বেঁধে দিয়ে ঠোঁটে
আমার প্রেম বাঁচাতে জানতো!
ভুল দিয়ে যাচ্ছে ভুলের মাশুল,
অন্তত এবার ধরো আমার হতাশার আঙুল!
ভুল নিয়ে যাচ্ছে ভেঙ্গে নদীর কূল!
অন্তত এবার ধরো আমার হতাশার আঙুল!
কার খেয়ালে হারিয়েছো নদী,
বিরহ ঢেউ কোথায় গেলো সেজে?
সোনালি আভায় দেখো নিরবধি-
একটা ফুল ক্যামনে একা ভেজে!