যুক্তিসংগত আকাশকে তুমি রহস্যের নিলামে তোলো-
বাণিজ্যিক স্তরে নামিয়ে আনো সময়ের লেনাদেনা!
ভালোবাসার অমূলক নির্বাচনে এ ক্যামন সংবিধান?
স্বীকারোক্তিতে ভোগবাদী কর্পোরেট অভিমান।
হৃদয় যেকোনো সরল অংকের আইন প্রয়োগে
সমাধানে বের করে আনে আস্ত তোমাকে!

আগের মতো এ শহরে ডাকবাক্স নেই-
একটি সিটের অপেক্ষায় ট্রেনের গন্তব্য থেমে নেই-
সুখ ভোগে চিঠি পড়তে আসে বিলাসী ঠোঁট,
হিসেব-নিকেশ ছাড়া কোথায় জন্মায় লতা-পাতার প্রেম?
আজকাল ভালোবাসা মানে কাগজের জন্য রাবারের ক্ষয়ে যাওয়া স্মৃতির নেম!