জবাই না হয়ে একটু আলগা হতেই
অর্ধ গলা কাঁটা হাঁসটা দেয় দৌড়!
পুকুরের শেষ জলের ঋণ পরিশোধ হয়নি,
আলোর কাছে শেখা জীবন সাঁতার,
একটাই ঘর চেনা অন্ধকার দু চোখের পাওনা,
ফুরিয়ে আসা আয়ুর দখলে এতদিনের ঋণ,
ফিরে পাওয়া হৃদস্পন্দনে ক্রমেই বাড়ছে!
ছেঁড়া গলায় যন্ত্রণার ডাক
নিঃস্বার্থ সঙ্গীর কাছেও এক অজানা আতঙ্ক।
এই ফিরে পাওয়া প্রাণ নিয়ে এলেও
ফিরিয়ে দিচ্ছে সব,
মাটিতে লক্ষ-লক্ষ ছাপের ভীড়ে
এতটা একা লাগে ভিন্ন দুটি পায়ের ছাপ?
জবাই না হয়ে অর্ধ গলা কাঁটা হাসটা
শেষ দিনেও তা চিনতে পারেনা!