চেয়ে থেকো না দিগন্তহীন আকাশ,
অমন নীল হতে পারিনি কালো হওয়ার ভয়ে!
কাছে এসোনা চাঁদ,
মরা নক্ষত্রের প্লাবনে ভেসে।
আমাবস্যা ভরা চোখে,
জোর কোরে জোছনা বিক্রির দায়ে-
মানুষের ঘৃণার মামলায়
ভালোবাসার ফাঁসি হয়েছে!
খুঁইজো না আমায় প্রজাপতি,
খুঁজে পেয়েছে দুর্গতি!
দূর্বাঘাসে ব্যথার রক্ত ছুঁয়েছে লক্ষ্যহীন আঙ্গুল!
জমাট গল্পের কঠিন অসুখ সারাতে এসে,
পালিয়ে বাঁচি পরিজাত স্নেহের আঁধার চুমে!
ভোগের দূর্ভোগে সুলভ মিথ্যের দেনা শুধতেই
কেবল শুকিয়ে আসি, মর্মর শব্দে ভাঙ্গি!
ভঙ্গুর স্বপ্নের দেয়ালে আঁকা অনন্তহীন সিঁড়ি বেয়ে,
মহাযাত্রার রথ উল্টে পড়ে শুন্যতার খানা-খন্দে!
আমায় ভুলোনা তুমি ভোর,
কাঁপা ঠোঁটের বিবর্ণ অধর!
ঘড়ির তিনটে কাঁটাকে সাক্ষী রেখে
অসময়ে খুব অচেনায়-
ফেলে চলে যাই সব নির্দ্বিধায়!
পিছু ফিরে তাকায় কি দৈন্যতা?
কাছে কি টানে অবসন্ন প্রাণ, মুমূর্ষু হৃদয়?
উদ্দেশ্যহীন বিধেয়, উদ্দেশ্যহীন বিধেয়!