চাঁদ লুকোয় মেঘের তলে-
সূর্য ডোবে নদীর ওপার-
কেউ জানে না আকাশ ধরে,
অস্তে হারানো পথটুকু কার!
স্মারক সন্ধ্যায় বনের বাঁশি,
জাগায় স্রোতে সুর বিনাশী।
আঘাতের তীরে তিমির হনন
ভাঙনে ভাঙনে আকুল খনন!
বৃষ্টি পড়ে মাতাল ঘোরে-
বিষের বোতল ভাসান চরে,
কান্না পিপাসু অথৈ চোরাবালি-
ডোবায় হৃদয়ের এক টুকরো ফালি!!
চাঁদের হাটে মেঘের বরাত-
সূর্য শোকে উঠল এপার-
কেউ জানে না আকাশ ধরে,
অস্তে হারানো পথটুকু কার!