তুমি থেকে যাও;
বিভ্রান্তের বেখেয়ালি আভাসে-
ছিটেফোঁটা বৃষ্টি পড়া ঝাপসা কাঁচের ওপাশে!
নিরালে,গহীনে মনের কোণে অভেদ্য প্রণয়ে।
তুমি থেকে যাও;
ভেজা বালিশ আর সিথানে লুকোনো চিঠিতে-
রঙিন সৌরভে চিঠিতে ফোঁটা গোলাপের বিথিতে-
নিরবতার আন্দোলনে একদম প্রথম সারিতে,
বিদ্ধ বুকে প্রশান্তি আনা এক ঝলক হাসিতে!
তুমি রয়ে যাও;
কিনারাহীন নদীর ঢেউয়ে সূর্য স্নানের ঝিলমিলে-
একাকী দুপুরে আকাশ দখল নেয়া উড়ন্ত চিলে!
অকস্মাৎ শিহরণ জাগানো সু-স্বর ধ্বনির মিছিলে!
তুমি রয়ে যাও,অপূর্ণ ইচ্ছা পূর্ণ হওয়ার বিজয়ে-
বাক্যহীন চোখের ভাষা গাঁথা এ হৃদয়ে-
জীবনের পুরো অংশ আঁকা তুলি হয়ে,
শক্ত মুঠোয় আঙ্গুলের ভাঁজে কষ্ট লুকিয়ে!
নিঃশেষে তুমি থেকেই যাও একান্ত হয়ে আমার-
এই তুমিতেই আমি পূর্ণ; নয়তো ছাড়খার!