আকাশ হতে খসে পড়া তারা দ্যাখো,
বর্জিত যার অস্তিত্ব আমার মতো-
উদ্দীপ্ত শরীরে অনুজ্জ্বল সুখ নিয়ে,
আবিষ্ট করো আমায় মাটির স্নেহে!
তুমি আঁধার কে অনুবাদ করো-
অপাঠ্য মনে আছে বিপুল কবিতার ভান্ডার!
তুমি স্বীকার করো এ বিশ্বাস,
নষ্ট অতীতের আছে বেদনার স্বীকৃতি!
লোকমুখে কি আমার ডাকনাম শোনো?
ব্যথার শিশুসুলভ আচরণ লেগে থাকা অস্পষ্ট ঠোঁটে!
আমি সান্ত্বনায় খুঁজে নেয়া এক নিস্ফল শুন্যতা!
তুমি শুধু অনিবার্য নীতিতে বদলাতে থাকো!
আমি নতজানু চোখে দুঃসহাসী জল মাখা আরাধনা-
তুমি শুধু অনিবার্য নীতিতে বদলাতে থাকো!