বেশ তো আছি নির্ঘুম চোখে,নিদ্রার ভানে-
যদি কখনো অজান্তে ঘুমোতে দ্যাখো,

হাজার রাত পার করা নিঃস্ব স্বপ্নগুলোকে-
জখম স্মৃতির পৃষ্ঠাভেবে উল্টে রেখো!

সময়ঃরাত২ঃ২৪মিনিট
তারিখঃ১৭-৯-২০২০