তোমার হাত ধরে হাঁটছি একা
রেললাইনের সমান্তরালে!
পাথরগুলো প্রশ্ন করে,
মায়া হাত ধরে ছায়া কোন আড়ালে?