ভরদুপুরে মেঘলা দিন,
বিকেলে আবেগী ঝড়,সন্ধ্যায় মেঘের তোলপাড়
রাত পেরুলে কি আসবে সকাল?
থেমে থেকে সময় হারায়,অথচ সময়ের দরকার!
আশেপাশে থাকি হয়ে এক নাম অচেনা,
চোখের পাতায় ঘুম কাঁদে,তবু ঘুম আসে না
বিরহ আসে ক্লান্ত হয়,শুধু তোমারেই মোছে না!