তোমাকে মনে করার মতো তেমন কিছু নাই
কাজল কালো চোখ নাই,ঝর্ণার মতো চুল নাই
সন্ধ্যার প্রদীপে মুখের গাঢ় ছায়ায় বাসনার দীর্ঘ ছাপ নাই,
কপালের কালো টিপে সাজানো কোনো রাত নাই,
নাকের নোলক খুলতে গেলে টের পাওয়া ব্যথার উপশম নাই,
চূর্ণ কাচের আয়নায় দাঁড়িয়ে দুঃখকে দেখার জায়গা নাই!
তোমাকে মনে করার মতো তেমন কিছু নাই
চেনা শালিকের দৃষ্টিতে নিবদ্ধ বৃষ্টি ভেজা বিকেল নাই
মন পুষতে ভুলের খোড়াক সময়মতো পৌছোতে নাই,
চায়ের কাপে ধোয়ার উল্লাস দুটো চোখে ধরতে নাই,
মাথার পাশে বালিশ থেকেও তুলোয় গোঁজা চেতনা নাই!
তেমন কিছু নাই তোমাকে মনে করার-
পথের মতো সমস্ত আকাশে দিন-রাত হারাবার,
রক্তের দাগে রঙিন জামার বুকে বোতাম ছেঁড়ার,
গাছের ফাঁক বেয়ে রোদ গলানো ছায়া খোঁজার,
শিশির ছুঁয়ে ঘাসের গালিচায় আলো হারাবার!
তোমাকে মনে করার মতো সত্যিই কিছু নাই,
কারণ তোমাকে আমি কখনো চাই নাই,
তোমাকে ঘিরে আবিষ্ট আমি,
তোমাকে চাইতে পারি নাই,চাইতেই পারি নাই!