অকারণ মেঘলা জীবনে কেনো এলে?
তুমি প্রশ্ন করলে এড়িয়ে যেতে পারি না-
মুখ চুপটি করে বিনম্র চোখে জবাব দেই,
হাসতে কিংবা হাসাতে ক্ষুণ্ণমনা অভিপ্রায় ঢেকে রাখি,
যেখানে ইচ্ছের আধিপত্য ঠোঁট কাপতেই কয়লা হতো-
আমি কয়লার আঙ্গার হৃদয়ে মেখে লাল গোলাপ নিতাম,
গোলাপের কাটা আমায় চিনে যায়-
পাপড়ি গুলো স্মৃতির দেয়ালে ঝুলে শুকায়!
সময় আটকে অঘোর নিমগ্নে আছড়ে পড়ি সে দেয়ালে,
ফুরিয়ে গেলে মন গলে যার তারে আঁকড়ে ধরেছি সযত্নে!
এই যে দ্যাখো কাচের চুড়ি গুচ্ছ কিনে এনেছি-
নাহ,তোমায় দিতে নয়,
বিষাদের বিবর্ণ সন্ধ্যায় ঝুনঝুন শব্দে আমায় অবশ করতে এনেছি!
তুমি নেই, তাতে কি আমি  তোমায় জেনেছি কম?
অন্তত এটা ভাবলে বিষাদ স্বপ্নটা দৌড়ে আটকাতো তোমার নিঃশ্বাসের দম!