ভেতরে জোড়ালো শব্দে তছনছ হচ্ছে অষ্টপ্রহর!
তার প্যাচানো হেডফোনে অবশ সূরের অপমৃত্যু!
গভীর রাতের করুণ নৈঃশব্দ উপহার দেয় পরের দিন!
অবসন্ন,অবসাদ,অনুরাগে উদাস সজাগ!
দরজায় কেউ টোকা দেয় না,
একা ঘরে ধুলো পড়ে আশ্বাসে
জানালার বাইরে পড়ে থাকে খালি আকাশ!
বিদীর্ণ বুকে সুখ সঙ্গী ব্যথা আছে।
জীর্ণ জামার বুক পকেটে নিঃশ্বাসের ক্ষতচিহ্ন
সুতোয় রং নেই বলে আটকে থাকে দীর্ঘশ্বাস,
নতুন পৃথিবির চোখে সবটাই বর্তমান
অতীতের অনুকূলে চলে বিষণ্ণ স্মৃতির বিলাস।
অলিখিত পৃষ্ঠায় লাইনবিহীন অপ্রাপ্তির মিছিল
ইচ্ছের দোটানায় ভাঙ্গা পাহাড়ের স্বপ্ন ধ্বস!
উদায়াস্ত সূর্যের কাঁচা আলোয় চোখে রঙিন বাসনা!
সম্পূর্ণ অপূর্ণতায় আমিহীন আমারি আক্রোশ!
স্বভাবেই অভাবী আমি কাউকে ছুঁয়ে যাই,
শোনাই মুক্ত বুলির অপূর্ণ রোধন ছন্দপতন কবিতা!
কখনো শান্তনার বাতাসে নিজেরে ছড়াই,
অধীর আগ্রহে হাতড়ে বেড়াই বেহিসাবী নিরবতা!