যে দাবী নিঃশ্বাস ফেলে বাঁচে আমার ভাইয়ের বুকে,
অনশন' তারে কেমনে মাইরব?
কতকাল দুধ মাখা ভাত কাক আইসে খাইয়ে গেছে,
পুরান খোকারে কালো ধোঁয়ার ভয় দেখাইয়া বুঝ দিছে!
সাদা মুলার রং ফাইটা বেরোইছে ছেঁড়া আঁশ!
কসম' আঁশের দড়ি বানায়
লটকায় রাখুম স্বার্থান্ধ'র গলা!

রক্তের বেদীতে জীবন্ত দাঁড়ায় আছে শান্ত চত্ত্বরের সৈনিক!
সামনে দিয়া হাঁইটা যাও,
ভয় লাগেনা? ডরাও না?বুকে কাঁপন ধরে না?

জগন্নাথ' ভুলে যেওনা,
দাবী আদায়ের কান্ডারি,
আমার আহত ভাই-বোনের অশনি রূপ।
মিছিলে পুড়ে হয়েছে আগুনের শলা!
যতই বিদ্রোহী ঝরা পাতা পদপিষ্ট করে যাও,
ক্যাম্পাস জুড়ে সবুজ চিহ্ন রাখবে মহাকাল।
নতুন রূপে গজিয়ে উঠবে সমূলে!

শোনো স্বার্থান্ধ, শোনো, অথর্ব মনুষ্যত্ব,
দুর্নীতির মেরুদন্ড ঠেঙিয়ে ভাঙছি চব্বিশ' এ-
ভয় লাগে না? ডরাও না?বুকে কাঁপন ধরেনা?