রক্ত বইছে নিরব দৃষ্টির পদাঘাতে!
শঙ্কায় ঘিরে যায় দুঃসহ এ কালক্ষেপন!
অদৃষ্ট আঁকছে যেন কালো ছাপ দিবা-রাতে,
প্রিয় সবে হৃৎযন্ত্রণায় হলো আপন!
জীর্ণ-মলিন শার্টগুলোর গন্ধ জুড়ে-
ভাগ বসিয়ে জায়গা দিলেম হৃদয় ফুঁড়ে!
হঠাৎ অরুণ রং হারালো অন্ধ পুকুরে,
জাল টানতে ক'জন এলো এ তপ্ত দুপুরে?
যত পরিজন ঠোঁট বাঁকিয়ে,
থু-থু চেটে খেলো নিন্দা মুখে-
তত আয়োজনে ঢোল পিটিয়ে,
মায়া জাগিয়েছিলো এ বুকে!
একদিন আমার ক্লান্ত চরণে পাথর ভাঙ্গলো!
বিক্ষিপ্ত নগরীর ধুলো চমকালো!
শব্দের আর্তনাদ সব পথ পেরুলো,
অন্ধ জোনাকির দল আলোয় জুড়োলো!
সেদিন পরাজিত স্বপ্নেরা-
হাসবে শুধু তাদের দেখে,
কেন মিছে-মায়ায় নিরুত্তর আকাশ-
সিক্ত হয়েছিল অশ্রু মেখে!