আমার কত দেনা পড়ে আছে,
আয়ু পায় সাড়ে তিন হাত,
বাতাসে পায় দীর্ঘ ঝরের রাত!
সকাল পায় আমার ঘুম ঘুম চোখে,
বালিশে আঁকা নদীর দুঃখ জল ঢোকে!
আমার কত ঋণ দুঃখে বিলীন,
নির্জনতার কাছে ধার করে একাকিত্বের বল,
বেঁচে আছি বলে ঝরে পড়ে বৃষ্টির সিক্ত জল!
আলোর করজ না মিটিয়ে ছায়া করে পাপ,
আঁধার তারে দোষী ভেবে দিয়ে যায় অভিশাপ!
আসলে আমি হলাম এমন এক ঋণী-
নির্দোষ হয়ে দোষের কাছে নত হই প্রতিদিনি!