এক লোকমা ভাত মুখে তুলতে দে,
পৃথিবীর সংঘাত-এই চোখের বিষ্ফোরণে ভস্ম হবে!
বুকের হাড় ক'খানায় দুর্ভিক্ষের সিলমোহর লাগা,
বৃষ্টির ঝংকারে মাটির কি যায় আসে,
ভয় পায়না ধ্বসে পড়তে ফাটল ধরা পাহাড়!
একটাদিন ভাগ্যের ছোবল হতে বিষ নামাতে দে,
মুষ্টিবদ্ধ হাতে জ্বলবে ভিসুভিয়াস,
বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে ঝরবে মুক্তির লাল আগুন!
রক্তের প্লাবনে কি যায় আসে,
যদি হয় তা বিপ্লবী স্রোত!
আর একমুহুর্ত আমায় নক্ষত্র গুণতে দে,
সাদা কাফন ছড়িয়ে ঢাকবো কালো মেঘের শরীর,
শেষ রাতে ঘণিয়ে আসবে মৃত্যুঝর,
জোনাকির বিদ্রোহ থামবে না মরণবিলাসি রাতে!
শুধু একবার লাশের মোড়ক খুলে দে-
ছুটে যাই-,
রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার ভাই-
প্রতিশোধে পৃথিবী পুড়ে হোক ছাই-,
বাঁচতে চাই,বাঁচাতে চাই!