কবুতরের ভাঙা ডানায় পূর্বের রক্তক্ষরণ,
আসমান গলিয়ে মেলে ধরো তার মেঘের বসন!
মাথার খুলিতে চুপসে গেছে ভেজা লাল টুপি,
জ্বলজ্বল করে পুড়ছে এমন—নিভে গেল সব কুপি!
রূহ তখন কেঁপে কেঁপে বলল প্রভুর দ্বারে,
"কত শিশুর প্রাণ ঝরল, মৃত ঐক্যের ভারে!"
বলো, কখন শুরু হবে বেদুঈন বুকে বালুঝর?
তরবারিতে লিখব পিশাচের নরকযন্ত্রণার অক্ষর!
মহাপ্রলয় কি আছড়ে পড়বেনা,
চূর্ণবিচূর্ণ শপথের লেবাস?
বিজয়ী চোখে আত্মবিবৃতি—
পড়ো ইহুদিদের সর্বনাশ!
গর্জে ওঠো- করো চিৎকার—
"আল্লাহু আকবার! আল্লাহু আকবার!"
সূর্যের বলয় উঁচিয়ে ধরো,
ফিকে দাও তুমুল অন্ধকার!