ক্যামন আছো 'অপেক্ষা'?
-উপকৃত আছি হতাশায়,
হতাশায় কেউ উপকৃত হয়?
-দ্যাখোনি মেঘলা আকাশে সূর্য উদয়"!
কি খেয়েছো?
-স্মৃতির জঞ্জাল ঘেঁটে কুঁড়িয়ে যা পাই,
কষ্ট হয়?
-নাহ, কষ্টকে বাঁচতে হয় কষ্ট ছাড়াই-
সারাদিন কি করো?
-সময় বুনতে দেখি মাকড়সার জালে,
আটকা পড়ো?
-জ্বী,একা মানুষের একাটুকু হারালে!
ছাড়তে পারোনি এত কঠিন কথা,
-আমাকে ছাঁড়িয়ে যেতে পারলাম কই,
সেদিন কি খুব পেয়েছো ব্যথা?
-হুম, ব্যথার কাছে আমি জীবত-ই
তুমি যে চেয়েছিলে মুক্ত হতে
-পথ চিনেও পারিনি একা হাঁটতে
আমায় কি মনে পড়ে সে পথে?
-আমার ছায়া চিনে অন্য কেউ পারেনি আসতে!
এভাবে কতদিন?আর কত
-আমার চেয়ে তোমাকে আমি পেয়েছি যত-
জানো না,ভালোবাসতে নেই পাগলের মতো,
-চিন্তা করোনা, বৃষ্টি ঝরলেও মেঘ থাকে অক্ষত!
আচ্ছা, ভালো থাকো-
-আমায় রাখো-আমায় রাখো-,
তা কি করে হয়-?
-এই যে ভালো থাকার কাছে হলো ভালো রাখার পরাজয়!