দিন-রাত,
মাস-বৎসর,
স্বপ্ন-স্মৃতি,
সুখ-দুঃখ,
চুরির অভিযোগে,
জন্ম' দিয়েছে মামলা ঠুকে,
মৃত্যু 'দিয়েছে পুরে জীবন জেলে!

খুব প্রকাশ্যে আসামীর বেশে,
কষছি পালানোর ছক,
সত্ত্বা' আমায় বাঁধল শেকলে,
আত্না' পলাতক-!