অসাবধানে বুকেতে গুটি কয়েক অপরাধ
গোপন শঙ্কাতে নত স্বীকার হতে দেখি!
স্নায়ুর করতলে নিভৃতে আগুন পোড়ে
নিস্ক্রিয় স্মৃতির অনাথ আশ্রম!
এখানে ভাঙ্গতে দেখি অসাধ্যের ভাঙ্গন-
সাধ্য যেখানে বাধ্যগত অসুখ!
অদৃশ্য শত্রুর হঠাৎ আক্রমণের মতো-
বিনয়ের দরজায় লুকিয়ে কিছু ভুল অপেক্ষা করে।
তখন চোখ দুটোকে মনে হয়,
পরস্পর বিচ্ছিন্ন ছেঁড়া দুটো দ্বীপ-
ক্যামন আগলে বাঁচে স্রোতে ভেসে যাওয়ার প্রবল আস্থা নিয়ে!
অথচ আমি শুধু জানতে এসেছিলাম আমাকে,জীবনকে-
আমার ফুরোনোর সব গল্প কি আর আমার বইয়ে থাকে?