ঐ গর্ভ ছিঁড়ে ফেলে দিতে পারোনি মা?
ধর্ষকের দেশে তোমাকে কেন দিলাম এমন মৃত্যুসাজা?
ধ্বংসযজ্ঞ হাতিয়ারের তো নাই অভাব,
তবু সিংহের কাছে মাথা নত করে ক্যান চাইতে হবে প্রাণভিক্ষে?
আর পারছিনে মা,
আমি বরং নৃশংস আত্নার খোড়াক জোগাই-
মুন্ডুহীন লাশের সারি থেকে উঠিয়ে আনি মৃত্যু ভয়!
খোলস ছেঁড়ে কালসাপের নতুন বিষে ভরিয়ে দেই দু'চোখ,
অন্ধত্বের নির্বাপনে ব্যাপৃত ক্রোধ ছড়াই জগত সংসারে-!

লালায়িত কুকুর আজও উৎসবে,উন্মাদে-
আঁধারের ঝাঁঝ শোঁকে উৎসুক নাগের ডগায়।
ভেতরে আমার কলজেটা ছিঁড়ে খায় নির্মমতায়!
আমি আর পারছিনে,
অনন্তকাল এ অভিশাপের দায় ঘাড়ে নিয়ে চলতে
আমি আর পারছিনে!!