আবর্জনার স্তুপে কাকের বাসা দেইখা
ইঁদুর গোপনে গর্ত খুঁড়তে আইসে-
ঐ গর্তে প্রকাশ্যে আটখানা সুক্ষ্ণ ঠ্যাং ঢুকাইয়া দেয় মাকড়সা!
জাল বিছাইয়া বন্ধ কইরা দেয় বৃত্তাকার সুড়ঙ্গ!
অথচ একসময় গুষ্টিসুদ্ধ পাতার শিরায় জাল বিছাইয়া বিশুদ্ধ রক্ত ছ্যাইকা দিতো!
অন্যদিকে মিষ্টির সিরা লাইগা থাকলে পলিথিনের ভার টাইনা আনতো পিঁপড়া!
কোনো দিক না পাইয়া রেললাইনের আজীবন সমান্তরাল দুঃখ হয়!
পাথরেরও তেমন পরিবর্তন হইতেছে না!
সাইডে জন্মানো লম্বা শিমুল গাছটা সূর্য রে দেখতে পায় না,
লাল ফুলগুলারে ক্যামন কালা বানায়।
আবর্জনার স্তপে দিন দিন বাড়তেছে কাকের সংখ্যা!
অনেক লোকে দেখতে আইসে,
তয় নাক ছিটকায় চইল্লা যায়!