হে নির্বাক আকাশ,
ঝরে পড়া বৃষ্টির দিকে চেয়ে দাবী ভুলে গেছো?
মেঘের কি শুধু ভেঙ্গে পড়াই অধিকার?
এদিকে মানুষের নদীতে অনায়াসে
তীর ভাঙ্গার অধিকার রাখে হিংস্র স্রোত!
কি নির্মমতায় আলো হারিয়ে ফেলে
ছায়ার সতীত্ব অন্ধকারের কাছে!
কি দুঃসহ বাস্তবতা বয়ে বেড়ায় ভিক্ষুকের শুন্য থলি,!
কি বিষণ্ণ চার দেয়ালের মায়া আটকে রাখে,
মাকড়সার ছিন্নবিচ্ছিন্ন জাল!
হে, মানবিকতা,
মানুষের হৃদয় পুড়ছে,
আগুনকে বাঁচানোর দায় পড়েছে তোমার ঘাড়ে!
সভ্যতার বিনিদ্র মস্তিষ্কে
স্নায়ুর দীর্ঘশ্বাস ঘাম হয়ে ঝরে পড়ে আধুনিকতায়!
কি নির্দয় বিশ্বাস নিমিষে লুকায় স্বার্থের দ্বার পেলে!
কি অসীম দুঃখ পৃথিবীকে প্রদক্ষিণ করে ক্লান্ত হয় মা'য়ের চোখে!-
এখানে বাঁচার উদ্দেশ্যে মৃত্যুর অপেক্ষা প্রতি পদে-
এখানে আঙ্গুলের দোষে দাঁত নখ কাঁটে মহা বিপদে