সাতটি রং চুরি হয়েছে,রংধনুর অসুখ ভীষণ!
আকাশ বলছে,'আমার বিশালতায় এত খোঁজ রাখতে পারিনা'!
মেঘ বলছে,'সাদাসিধে আমাকে কালো রঙের দায় নিয়ে ছুটতে হয়-রঙিন হওয়ার সময় কই'?
বৃষ্টি বলছে,অসম্ভব, 'মেঘ ভাঙ্গার ব্যথায় আমি ঝরে পড়ি'-!
পাহাড় বলছে,'আমি পথ দেখিয়ে ঝর্ণার জল গড়িয়ে নিয়ে যাই নদীতে-আমি সেবক'!
সন্দেহ তখন বাতাসের দিকে,
কিন্ত বাতাস বলছে,'চারপাশ ঘিরে থাকলেও কেউ আমাকে দেখতে পারো না-কিভাবে প্রমাণ করবে'?
এভাবে অমিমাংসিত থেকে গেল সব-
হঠাৎ এক চিত্রকর এলো নদীর পাড়ে,
আকাশের প্রতিচ্ছবি পড়া জলে দেখলো,
রংধনু মরে যাচ্ছে রঙের অভাবে।
আফসোসে ভরা মুখ নিয়ে চিত্রকর তার ক্যানভাসে এঁকে ফেলল রংধনুকে।
সবাই বলে উঠলো, চোর হলো এই চিত্রকর!