কথা হলো অনেক সময়ের দাবী রেখে,
বাদল দিনে রহস্যের বৃষ্টি ভেজাচ্ছে তোমায়-
আড়চোখে নিভাঁজ ঢেউয়ের শাড়িতে মুক্তা ঝড়ালো মৌণতা,
কতকাল শুন্যতা এসে বিষ কুঁড়িয়ে মুখে বিষণ্ণ মধু নিয়ে ডাকলো!
তখনও তোমার তাকিয়ে থাকা দেখে আমায় আমি দেখি না আর-
এদিকে অলস প্রজাপতি ভবঘুরে হৃদয় ভক্ষণ করে চলে গেলো,
তুমি না ফিরে এলে, কত আসা-যাওয়ায় সে এসেছিলো-
অপেক্ষাকে একবার হারালে বলে প্রজাপতির ডানাও ভেঙ্গে গেলো!